Click to xXx videos

রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

টাংগাইলের কালিহাতী উপজেলাধীন পৌজান গ্রামে এক ভয়াবহ ডাকাতি, গৃহকর্তীর শ্বাসনালী কর্তন।

 

টাংগাইলের কালিহাতী উপজেলাধীন পৌজান গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ টোকাই নাট্যদলের প্রতিষ্ঠাতা, বহু অভিনেতা তৈরির কারিগর ও বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক Mahadi Hasan Saju এর বাসায় ২০/১০/২০২৪ তারিখ (শনিবার দিবাগত) রাত ১টার দিকে নিজ বাড়িতে এক দূরদর্শ ডাকাতি হয়, সেসময় ডাকাতেরা তার স্ত্রীর শ্বাসনালী কেটে দেয়। উনার স্ত্রী এখন হাসপাতালে মৃত্যু শয্যা অবস্থায় আছেন।


মেহেদী হাসান সাজুর ফেসবুক আইডি https://www.facebook.com/Sajumahadi?mibextid=ZbWKwL

ছিনতাই/ডাকাতি বেড়ে যাওয়া অবশ্যই চিন্তার বিষয়, তবে তার চাইতেও চিন্তার বিষয় তার পোস্টে বিপরীত মতাদর্শের মানুষদের কমেন্ট! একেকটা কমেন্টের শ্রী দেখলে যে কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ লজ্জা পেতে বাধ্য! সাজু মেহেদী তার ফেসবুক প্রফাইল প্রোফাইল পিকচার লাল করেছিলেন, গণঅভ্যুত্থানের মাঠ পর্যায়ের কর্মী ছিলেন এই হচ্ছে তার অপরাধ! একজন ব্যক্তির বাসায় ডাকাত পড়েছে, তার সহধর্মিণী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন... কোথায় লোকজন তার কি লাগবে না লাগবে সেটা দেখবে, নিদেনপক্ষে সান্ত্বনা দিবে... কিন্তু না, কিছু লোককে দেখলাম তাকে খুঁচিয়ে মজা পাচ্ছে! 

আমরা কালিহাতী বাসী এই নৃশংস ডাকাতি ককর্মকাণ্ডের নিরোসন চাই, যেনো এই সাজু মেহেদীর মতো ২য় কেউ দূরদর্শ নৃশংস ডাকাতির কবলে না পড়ে। 

মূল পোস্টের লিঙ্ক কমেন্টে দেয়া হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন